বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস প্রথমবারের মতো খেলতে যাচ্ছে এএফসি কাপে। ২০২০ এএফসি কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ (মঙ্গলবার) দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
ড্রয়ে বসুন্ধরা কিংস পড়েছে সাউথ জোনে ‘ই’ গ্রুপে। প্রতিপক্ষ ভারতের চেন্নাইন সিটি এফসি অথবা এফসি গোয়া, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব এবং দক্ষিণ এশিয়া জোন থেকে প্লে-অফ থেকে উঠে আসা একটি দল।
প্লে-অফ পর্বে আছে বাংলাদেশের আবাহনী লিমিটেড। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে তারা খেলবে এই পর্বে। এখান থেকে কোয়ালিফাই করলে আবাহনী গ্রুপ পর্বে ‘ই’ গ্রুপে খেলবে বসুন্ধরা কিংসের সঙ্গে।
প্লে-অফ কোয়ালিফাই পর্বে আছে দক্ষিণ এশিয়ার পাঁচটি ক্লাব। বাংলাদেশের আবাহনী, ভারতের ব্যাঙ্গালুরু এফসি, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিয়াকশন ক্লাব, শ্রীলংকার ডিফেন্ডারর্স ফুটবল ক্লাব এবং ভুটানের পারো ফুটবল ক্লাব।
প্লে-অফ রাউন্ডের প্রথম পর্বে খেলবে শ্রীলংকার ডিফেন্ডার্স ও ভুটানের পারো। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলার পর জয়ী দলটি দ্বিতীয় রাউন্ডে খেলবে ভারতের ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে।

আবাহনী সরাসরি দ্বিতীয় রাউন্ড খেলবে মালদ্বীপের মাজিয়ার সঙ্গে। দ্বিতীয় রাউন্ডের আবাহনী ও মাজিয়া এবং ব্যাঙ্গালুরু এএফসি বনাম ডিফেন্ডার্স/পারো ম্যাচের বিজয়ীরা মুখোমুখি হবে প্লে-অফ রাউন্ডের শেষ পর্বে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ জেতা দলটি যোগ দেবে গ্রুপ পর্বে।
প্লে-অফ পর্ব শুরু হবে আগামী বছর ২২ জানুয়ারি। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।