জিয়াউল হক জিয়াঃ সিলেট সদরে ছালিয়া পশ্চিমপাড়া স্বাধীন বাংলা যুব সংঘের বিশ বছরপূর্তি উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান ও ফুটসালের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধা-রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন দিলু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, বিশেষ অতিথি প্রফেসর বদরুল আলম, সোনার বাংলা সমাজ কল্যান যুব সংঘের সভাপতি বুলবুল আহমেদ, পশ্চিম পাড়া জামে মসজিদের মোতায়াল্লি সাবাজ মিয়া, সেক্রেটারি তৈমুছ আলী, ফজলু মিয়া, আরব আলী, জেলা ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, আল আমিন, এমাদ উদ্দিন, এনায়েত আহমদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাধীন বাংলা সমাজ কল্যান যুব সংঘের সভাপতি আহাদ মিয়া ও ইউনুস আলী, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সিপন মিয়া, তানিম আহমদ, মল্লিক আহমদ, লাহিন মিয়া, ছুহেল মিয়া, আং হামিদ, রুমেল, আব্দুস শুকুর প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল পাড়ুয়া তরুণ সংঘ ও আকাশছোঁয়া এসসি লালাবাজার দল। খেলাটি গোল শূন্য অমিমাংসিত থাকে। পরে টাইব্রেকারে ২-১গোলে জয় পায় পাড়ুয়া দল। ম্যাচ সেরা হয় সারোয়ার। খেলাটি লাইভ করে Sylhetwitness.com এর অফিসিয়াল ফেসবুক পেইজ।
খেলাটি পরিচালনা করেন আব্দুর রহমান, গুলজার, ফাহিম। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও রেজাউল হক মামুন।
টুর্ণামেন্টে ৩২টি দল অংশ নেয়ার সুযোগ পাবে। চ্যাম্পিয়নরা পাবে ১টি ফ্রিজার এবং রানারআপ দল পাবে ১টি এলইডি টেলিভিশন।














