সিলেটউইটনেসঃ রিয়া সিংহ (১৭), একজন প্রমিলা ফুটবলার (তার ডান হাতে টিউমার ধরা পড়েছে)। বিগত ২০২১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ বিভাগীয় পর্যায়ে হবিগঞ্জ জেলা দলের হয়ে চ্যাম্পিয়ন হয় তার দল। তাছাড়া ২০১৯ সালে ঢাকায় সিলেট বিভাগের হয়ে জাতীয় পযার্য়ে অংশ নিয়েছিল।
বর্তমানে সিলেট জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩য় তলা ৫ নং ওর্য়াডে ভর্তি রয়েছে এবং সে খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তার বাবা দুলাল সিংহ একজন কৃষক। পাঁচ বোনের মধ্যে রিয়া তৃতীয়, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার, চুনারুঘাট, আমরোড ছয়শ্রীতে। নানা পরীক্ষা নীরিক্ষা ও চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন তাঁর বাবা। সুষ্ঠু চিকিৎসার জন্য লক্ষাধিক টাকার প্রয়োজন। সহযোগিতা চাইছেন সর্ব মহলের। এটা তার বাবার বিকাশ নম্বর ০১৭৪১৪৩৮৮২৮।