ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে লেখাপড়ার সুযোগ লাভ করেছে ছাতকের তনিমা বেগম। সে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রহিম উদ্দীন’র কন্যা।

গত ২ এপ্রিল ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত সরকারি মেডিকেল কলেজ’র এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে ১ লক্ষ ২২ হাজার প্রতিযোগী। তার মধ্যে কৃতকার্য হয় ৪ হাজার ৫’শ জন। তনিমাও এতে পাশ করে।

তনিমা স্হানীয় পাইগাঁও উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে A+ এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি তেও A+ অর্জন করেছিল।

তার এ কৃতিত্বপূর্ন ফলাফলে পিতা-মাতা, আত্মীয়-স্বজন সহ এলাকাবাসী গর্বিত হয়েছে । এ ব্যাপারে তার পিতা রহিম উদ্দীন মিডিয়া প্রতিনিধিকে জানান, আমি চাহিদা অনুযায়ী বাচ্চাদের লেখাপড়ার খরচ যোগাতে না পারলেও আমার বাচ্চারা তারা নিজেদের চেষ্টায় এসব ফলাফল অর্জন করেছে। আমার মেয়ের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করি।