নিজস্ব প্রতিনিধিঃ সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লামা আকিলপুর গ্রামের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে একটি মানবিক উদ্যোগ হিসেবে “লামা আকিলপুর ওয়েলফেয়ার ট্রাস্ট” আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রথম ধাপে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে অর্ধ শতাধিক পরিবারের মাঝে রমাদান ফুড প্যাক উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউসা আলীম মাদ্রাসার প্রিন্সিপাল ও ট্রাস্টের উপদেষ্টা মাওলানা আজিজ আহমেদ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিদের সাবেক মোতাওয়াল্লী বশির উদ্দিন মেম্বার, ট্রাস্টের ট্রেজারার ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন খান, ত্রান ও পুনর্বাসন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ট্রাস্টের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারী ২০২৫, অনুষ্ঠিত এ আয়োজনে ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী ওলীউর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা সওকত আজিজের সঞ্চালনায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাস্টের সভাপতি, লন্ডন প্রবাসী হুসাইন আহমেদ বলেন,
“লামা আকিলপুর ওয়েলফেয়ার ট্রাস্ট কোনো স্বল্পমেয়াদী প্রকল্প নয়; এটি একটি সুদূরপ্রসারী সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ। আমরা চাই, লামা আকিলপুর একটি মানবিক ও সহযোগিতামূলক সমাজে রূপান্তরিত হোক, যেখানে কেউ অভুক্ত থাকবে না, চিকিৎসার অভাবে কষ্ট পাবে না এবং শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। ইনশাআল্লাহ, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।”

ট্রাস্টের সাধারণ সম্পাদক, লন্ডন প্রবাসী মাওলানা আলাউদ্দিন খান রাজু বলেন,
“রমাদান সংযম, আত্মশুদ্ধি ও দানশীলতার মাস। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি একজন ক্ষুধার্ত মানুষকেও সহায়তা করতে পারে, তবে সেটাই আমাদের জন্য পরম সাফল্য। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছি।”

এই উদ্যোগের মাধ্যমে লামা আকিলপুর গ্রামের অর্ধ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণ করা হয়, যাতে তারা স্বাচ্ছন্দ্যে সেহরি ও ইফতার করতে পারেন।

লামা আকিলপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ভবিষ্যতে সমাজকল্যাণমূলক আরও নানা কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে উল্লেখযোগ্য:
-দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা
-অসুস্থদের জন্য চিকিৎসা সহায়তা
-বন্যা বা দুর্যোগকালীন ত্রাণ বিতরণ
-হতদরিদ্র পরিবারকে নিয়মিত সহায়তা প্রদান

ট্রাস্টের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন। আসুন, আমরা সবাই মিলে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং রমাদানের বরকত ছড়িয়ে দিই!