সিলেটউইটনেস(জিয়াউল হক জিয়া)::
সোমবার সন্ধারাতে সিলেট সদরের হাটখোলার পিটারগঞ্জ বাজারে দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে। বন্ধু সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় এটি ৫ম বারের আয়োজন। টুর্ণামেন্টটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরব্বি ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার মিয়া, মেম্বার মবশ্বির আলী, ছাত্রনেতা দুলাল রেজা, ছাত্রনেতা মোহাম্মদ আলী প্রমুখ ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে আয়োজনের ভুয়সী প্রশংসা করেন এবং সফলতা কামনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম।
খেলার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উদ্বোধনী দিনে দুটি খেলা সম্পন্ন করা হয়। প্রথম খেলায় এস এস জুটি (সালমান ও সাব্বির) ১৫/২ ও ১৫/১৪ সরাসরি সেটে ভাই ভাই জুটি (মিজু ও সাদিক) কে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে। দ্বিতীয় ম্যাচে বিশ্বনাথের আমতৈলের চুনু ও নজরুল ইসলাম নজু জুটি ১৫/৬ ও ১৫/৮ ব্যবধানে সরাসরি সেটে পরাজিত করে পাওয়ার জুটি সতের দলকে।
খেলায় ৩২টি দল অংশ গ্রহনের সুযোগ পাবে। চ্যাম্পিয়ন দল পাবে একটি ফ্রিজ ও রানারআপ দল পাবে একটি বাইসাইকেল। উদ্বোধনী খেলার ধারাবর্ণনা করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া। খেলাটি সরাসরি সম্প্রচার করে অন লাইন নিউজ পোর্টাল Sylhet witness এর অফিসিয়াল ফেসবুক পেইজ।













