সিলেট উইটনেস (জিয়াউল হক জিয়া):: সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে আর্জেন্টিনা-ব্রাজিল সাপোর্টার প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ১১জুন শুক্রবার বিকেল সাড়ে ৩ঘটিকায় খেলা শুরু হবে। খেলাটি শিবেরবাজারস্ত রাজার গাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ভিত্তিক দুটি দল এতে অংশ নিবে।

সম্প্রতি বঙ্গবন্ধু অনু-১৭ জাতীয় ফুটবল খেলায় সদর উপজেলার আয়োজনে হাটখোল ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। গেল আসরে তারা রানারআপ ছিল এবং তার আগের আসরে অর্থ্যাৎ প্রথম আসরে সেমিফাইনাল খেলেছিল। ইউনিয়নের ফুটবলকে আরো উজ্জীবিত করতে এবং যুবকদের খেলামুখী করতে এমন আয়োজন করা হয়েছে বলে জানাগেছে।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যারা রয়েছেন–
১. কাজী মিসবাহুল ইসলাম ( সভাপতি) পাইকরাজ
২. মোস্তফা আহমদ, সতের মাঝপাড়া
৩. ফখরুল ইসলাম মুন্সি, ফকিরের গাঁও
৪. ফারুক আহমদ, জাংঙ্গাইল
৫. এটিএম সেলিম, বড়কাপন
৬. দিলোয়ার হোসেন, উমাইর গাঁও
৭. এহসানুল হক মানিক, পাইকরাজ
৮. এমরান আহমদ, জাংঙ্গাইল
৯. মহিউদ্দিন,ফকিরের গাঁও
১০. হেলাল আহমদ, উমাইর গাঁও
১১. শাহিন আহমদ, নোয়া পাড়া
১২. আল ইমরান,পাইকরাজ
১৩. জাহাঙ্গীর আলম,পাগইল
১৪. জসিম উদ্দিন, সতেরো
১৫. বাদশা মিয়া,সতেরো
১৬. রাইমুদ্দিন, হাটখোলা
১৭. ইসলাম উদ্দিন, বড়পৌদ

ব্রাজিল সাপোর্টার দলের অফিসিয়াল হলেন-
১. কামরান আহমদ
২. মাঈনুল ইসলাম মামুন
৩. রাইম উদ্দীন

আর্জেন্টিনা সাপোর্টার দলের অফিসিয়াল হলেন-
১. মুশাহিদুল ইসলাম
২. নেছার আহমদ
৩. লায়েক আহমদ

খেলাটি সরাসরি সম্প্রচার করবে Sylhet witness ফেসবুক পেইজ।