সিলেটউইটনেস (জিয়াউল হক জিয়া):: আন্তর্জাতিক প্রীতি ফুটবলে শুক্রবার ঢাকায় নেপালকে ২-০গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে নতুন করে প্রাণ সঞ্চারিত হয়েছে দেশের ফুটবলে।
দেশের ভেতরে স্থানীয় ফুটবলে ইতিমধ্যে দর্শক টানতে সক্ষম হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তাঁর প্রতিষ্ঠিত একাডেমি বিভিন্ন জেলায় নিয়মিত খেলে যাচ্ছে।
বাংলাদেশের জয় প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, এই জয় ফুটবল জাগরণের প্রথম ধাপ। বাংলাদেশের ফুটবলে সামর্থ আছে, সম্ভাবনা আছে, অনেক দিন থেকে ফুটবলটা নারিশ না হওয়ার কারণে দিন দিন ফুটবল নিচের দিকে যাচ্ছিল। তরুণরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে বেশি বেশি, মাঠে যদি তরুনরা ফিরে আসে তবে মাদকাসক্তের হার কমে যাবে।
তিনি আরো বলেন,
বাংলাদেশের ফুটবল অনেকদূর এগিয়ে যাবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নেয়া ছাড়া সামনে আর কোন পথ নাই। আমি মনে, কালকের যে জয়, এটা একটা মাইলফলক হয়ে থাকবে।”
করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হল ঢাকায়। যেখানে নেপালের বিপক্ষে ২-০তে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি হবে ১৭ নভেম্বর।
মাঠের ফুটবল প্রসঙ্গে সুমন বলেন, বাংলাদেশের ফুটবলে স্টেডিয়ামের বাইরে এত দর্শক পৃথিবীর আর কোথাও নেই। আমরা বলছি যে, আমাদের জীবনী শক্তি অনেক বেশি, আমরা ইচ্ছা করলে বেঁচে থাকতে পারব। কারণ আমাদেরতো এইভাবে বেঁচে থাকা ছাড়া পথও নেই। আমাদেরতো এই রকম আইসিইউ নেই যে, বিদেশের মত সহযোগিতা করবে। সুতরাং আমরা নিজের পায়ের উপর দাঁড়িয়েই বেঁচে থাকতে চাই।”