প্রতিনিধিঃ বদলি নেমে ডি-বক্সের বাহির থেকে বুলেট গতির শটে প্রতিপক্ষ গোলরক্ষককে বুঝতেই দেন নি নাজিম আহমেদ। এরপর কর্ণার থেকে উড়ে আসা বলে হেডে ব্যবধান বাড়ান অধিনায়ক জাহেদ আহমেদ। আর শেষদিকে খেই হারানো ইলেভেন ব্রাদার্স করমাটিকে আরেকটি গোল দেন ডিফেন্ডার রায়হান আহমেদ। তাতে মছদ্দর আলী ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলের জয় পেয়েছে উমনপুর ফুটবল একাদশ।

বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে নির্ধারিত সময়ের পুরোটা আধিপত্য বিস্তার করে খেলেছে উমনপুর। যদিও প্রথমার্ধে গোলের দেখা পায় নি দলটি। উমনপুর দ্বিতীয়ার্ধে আনে একাধিক বদল। আর প্রথম বদলিতে সাফল্য পায় তারা। ফরোয়ার্ড ইমরানের বদলি নেমেই গোল করেন নাজিম। সতীর্থের পাসে বল পেয়ে ডি-বক্সের বাহির থেকে দারুণ এক শটে করমাটির জাল কাঁপান তিনি।

উমনপুর পরক্ষণেই এগিয়ে যায় অধিনায়ক জাহেদের হেডে করা গোলে। কর্ণার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি। করমাটির গোলরক্ষক চেষ্টা করেও বলে হাত ছোঁয়াতে পারেন নি। শেষদিকে স্কোর লাইন ৩-০ করেন ডিফেন্ডার রায়হান। নিজেদের রক্ষণ ছেড়ে গোলটি করেছেন তিনি। জটলার মধ্যে আলতো টোকায় বিপক্ষ দলের জালে তৃতীয় পেরেক টুকে দেন রায়হান।

দারুণ গোলে ম্যাচ সেরা হয়েছেন উমনপুরের ফরোয়ার্ড নাজিম। এ জয়ে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করল উমনপুর। ৩২ দলের এই টুর্নামেন্ট গত মঙ্গলবার উদ্ধোধণ হয়েছে। টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছেন চিকনাগুল ইউপি সদস্য মছদ্দর আলী।