জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফ্রেন্ডলি ম্যাচে জয় পেয়েছে বৃহত্তর শাহী ঈদগাহ ফুটবল একাদশ।

রবিবার বিকেলে স্বাগতিকদের আদিত্য দেয় দলদলি যুব সংঘ। খেলার প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
পানি পানের পর আরো চারটি গোলের দেখা মিলে ম্যাচে। এক পর্যায়ে ২-০তে পিছিয়ে থাকা দলদলি গোল দুটি পরিশোধ করে সমতা আনে। কিন্তু বেশিক্ষণ তারা সমতা রাখতে পারেনি। আরো দুটি গোল হজম করতে হয় তাদের। ফলাফল দাঁড়ায় ৪-২গোলের। স্বাগতিকদের হয়ে গোল করেন মিতু ২টি, আরিফ ১টি, কিবরিয়া ১টি। প্রতিপক্ষ দলদলির হয়ে ১টি করে গোল করেন লিটন ও গোবিন্দ।

খেলাটি পরিচালনা করেন রেফারি আক্কাস উদ্দিন আক্কাই, শামিম আহমদ এবং মিন্টু আহমদ। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক।

সিলেটউইটনেসডটকম/১৭নভেম্বর২০১৯/নিজি/২৪৮-৬৯২