সিলেট উইটনেস (জিয়াউল হক জিয়া):: একটা ফাইনাল অসমাপ্ত রেখেই দ্বিতীয় টুর্ণামেন্ট শুরু করেছিল আয়োজকরা। কোভিড-১৯ সতর্কতায় গেলবার প্রথম আসরের ফাইনাল খেলা সমাপ্ত করা সম্ভব হয়নি।
সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের অর্থায়নে ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’ নামে ফুটবল প্রতিযোগিতার গোড়াপত্তন হয় গেল বছরে। যার আয়োজন করে চলেছে বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন এবং বিশ্বনাথ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি। বিশ্বনাথ পৌরসভার রাজনগর মাঠে চলতি খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে।
এবারের দ্বিতীয় আসরে উপজেলা ভিত্তিক মোট ১৬টি দল অংশ নেয়। ১৯ফেব্রুয়ারী শনিবার ছিল চলতি দ্বিতীয় আসরের ফাইনাল খেলা। খেলায় দর্শকদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। মাঠের চারপাশ ছিল লোকে লোকারণ্য। পুরো পৌর শহর পরিণত হয়েছিল ফুটবল প্রেমিদের মিলন মেলায়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল স্বাগতিক বিএফসি বিশ্বনাথ দল এবং হবিগঞ্জ ফুটবল একাদশ। খেলার দুই অর্ধ মিলিয়ে ৪-০ ব্যবধানে হবিগঞ্জকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা। দুই দলে একাধিক বিদেশিদের খেলতে দেখা যায়।
খেলায় দুটি গোল করে ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন সেনেগালের ফরোয়ার্ড ডুডু ইব্রাহিম। খেলায় চ্যাম্পিয়নদের জন্য এক লক্ষ এবং রানারআপ দলের জন্য অর্ধ লক্ষ টাকার নগদ পুরস্কার ছিল। তাছাড়া অংশ গ্রহণকারী প্রতিটি দলকে প্রতিটি ম্যাচে অংশ গ্রহণ অর্থ সম্মানি প্রদান করা হয়।
খেলায় পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরী নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল। এসময় টুর্নামেন্টের অর্থদাতা ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ খলিল মিয়া কে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মজম্মিল আলী, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, টুর্নামেন্টের অর্থদাতা ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না ও শেখ খলিল মিয়া, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, যুক্তরাজ্য প্রবাসী শাহ সমুজ মিয়া, মনোহর আলী, মেরিট কেয়ার স্কুলের প্রিন্সিপাল মনোয়ার হোসেন, ব্যাংকার মতিউর রহমান, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুহেল তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আশিক আলী, রুহেল উদ্দিন, নবীন সুহেল, বদরুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।
খেলার শৃঙ্খলা ও সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন, অর্থ সম্পাদক কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া, সহ সভাপতি বাবরুছ মিয়া, ক্রীড়া সংগঠক শাহ আলম মামুন, ইমরান আহমদ সুমন, তৈয়ব আলী, আব্দুল মুকিত সুমন, সাঈম উদ্দিন, সালমান রাব্বানী, ফাহাদ আহমদ, ছাব্বির আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গতকাল ১৮ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে বিগত আসরের অসমাপ্ত ফাইনাল খেলাটি সমাপ্ত করা হয়।
ফাইনালে মুখোমুখি হয়েছিল মিতালী যুব সংঘ (পূর্ব বিশ্বনাথ) এবং মোহামেডান স্পোটিং ক্লাব (চান্দশীরকাপন)। উভয় দলে ১৫জন বিদেশি ফুটবলারকেও খেলতে দেখা যায়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রেগুলেশন টাইমে গোল পায়নি কেউ। অবশেষে টাইব্রেকারের ১৪তম কিকে ৪-৫ ব্যবধানে জয় পায় মিতালী যুব সংঘ।
খেলাটি পরিচালনা করেন জাতীয় রেফারি আনোয়ার হোসেন সাজু, এস আই তরিক, সাইদুর রহমান ও পরতাব আলী। খেলাটি সরাসরি সম্প্রচার করে ফেইসবুক পেইজ সিলেট উইটনেস; ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া।