
আমাকে নিয়ে মৌলবাদীরা অতিতে ও বর্তমানে মিছিল মিটিং করতেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমি মুক্তচিন্তার ধারক। প্রথাবিরোধী বিরুদ্ধস্রোতের যাত্রী কালোত্তীর্ণদের তালিকা কিন্তু নেহায়েতই কম নয়। এই তালিকায় যেমন রয়েছেন খ্রিস্টপূর্বের অনেক মনীষী তেমনি বর্তমান কালের অনেক জ্ঞানীগুণী; যেমন গৌতম বুদ্ধ, কপিল, ডারউইন, কার্লমার্ক, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিনদের আমি ঐতিহ্যগতভাবে তাঁদেরই উত্তরসূরি। মানুষের মধ্যে যে কুসংস্কার ও অন্ধবিশ্বাস, আমি তা ভাঙ্গতে শুরু করেছেন। আমার লেখা ‘সহজ সরল চিন্তাভাবনা’ নামে একটি বই নানা প্রতিবন্ধকতার পর প্রকাশিত হয়। বর্তমানে বইটি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এজন্য আমার পরিবার ও মৌলবাদিরা অনেক অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা করেছে। তার মধ্যে গত ১৯ অক্টোবর মৌলবাদীরা আমার উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে আমি আহত হই। বর্তমানে আমি চিকিৎসাধিন আছি। আমি বলতে চাই এইসব হামলা মামলা করে আমাকে আমার পথ থেকে কেউ সরাতে পারবে না।
জাহিদ হাসান বলেন- ২০২১ সালের জুন মাসে ‘সহজ সরল চিন্তাভাবনা’ নামে একটি বই প্রথম প্রকাশিত হলেও নানা প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালানো সম্ভব হয়নি। বইটি লেখতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আমি। বিতর্কিত লেখার কারণে অনেক বাধা বিপত্তি দিয়েছে। যার কারণে কোনো প্রকাশনী এবং প্রকাশক আমার এই বইটি প্রকাশ করতে আপত্তি জানায়। তাই নিজেই বইটি প্রকাশ করি। আমি বিভিন্ন সময় হুমকির সম্মুখীন হয়েছি।
“সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”
জাহিদ হাসান
লেখক, বøগার ও সামাজকর্মী।











