নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪/০৪/২০২২ রবিবার দিনে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক আইন সম্পাদক মোঃ নাসরুম মুবিন নাঈমের বাড়িতে পুলিশের ৫ সদস্যের একটি টিম তল্লাশী ও অভিযান চালিয়েছে।
জানা যায়, মিথ্যা ও রাজনৈতিক হয়রানি মুলক মামলায় শিবির নেতা নাঈমের খুজে এই অভিযান চালানো হয়। এই সময় তাকে না পেয়ে তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পুলিশ তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে যায়।
এই নিয়ে নাঈমের পরিবারে আতংক ও দুশ্চিন্তা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাবেক এই শিবির নেতার বাড়িতে পুলিশের অভিযানের নামে হয়রানির প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর শিবির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক ও সেক্রেটারি সিদ্দিক আহমেদ।